খুলনার ল্যাবে গোপালগঞ্জের একজনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশনে চিকিৎসাধীন এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার খুমেকের আরটি পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা শেষে তার রিপোর্ট পজিটিভ আসে। ২৭ বছর বয়সী ওই যুবকের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোয়ালগ্রামে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, বুধবার রাতে গোপালগঞ্জ থেকে আসা ওই যুবক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে শ্বাসকষ্ট বাড়লে তাকে করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা নমুনা পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে। তিনি একজন কিডনী রোগী। তাকে খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শুক্রবার খুমেকের আরটি পিসিআর মেশিনে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ৫৭টি নমুনা ছিলো। এদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা।