খুলনার ল্যাবে আরও তিনজনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর মেশিনে আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের কেউই খুলনার নন। আজ বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, বুধবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা জেলার ৩৬টি নমুনা ছিল। এদের মধ্যে তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত তিনজনই পুরুষ। আক্রান্তদের মধ্যে একজন যশোর জেলার মনিরামপুর উপজেলার বাসিন্দা, একজন বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা ও অপরজন নড়াইল জেলার কাজদিয়া এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, মঙ্গলবার খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সোনাডাঙ্গা থানাধীন শান্তিনগর এলাকার ওয়াসিউল করিম এর সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার পাওয়া যাবে।