খুলনার যুদ্ধাপরাধ মামলার আসামি মোজাহার আলীর মৃত্যু
একাত্তরের যুদ্ধাপরাধ মামলার আসামি খুলনার মোজাহার আলী শেখ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মোজাহারকে বুধবার বেলা সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
২০১৭ সালে গ্রেপ্তার মোজাহার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। বুকে ব্যথা অনুভব করলে গত ১৩ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জেলার মাহবুবুল ইসলাম জানান।তিনি বলেন, ৭৩ বছর বয়সী মোজাহার বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
খুলনার দাকোপ থানার বারোরিয়া গ্রামের মাহমুদ শেখের ছেলে মোজাহার ১৯৭১ সালে কনভেনশন মুসলিম লীগ করতেন। মুক্তিযুদ্ধের সময় তিনি অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার মত যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগে মোজাহারসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।