খুলনার মিঠু কাবাব ঘরে সিঙ্গারায় তেলাপোকা থাকায় অর্থদণ্ড
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর মিঠু কাবাব ঘরে তৈরিকৃত সিঙ্গারায় তেলাপোকা থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সরবরাহ করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুর ২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর আযমখান সরকারি কমার্স কলেজের সামনে মিঠু কাবাব ঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় তৈরিকৃত সিঙ্গারায় তেলাপোকা থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সরবরাহ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে সহায়তা করেন খুলনা সদর থানা পুলিশ। ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহের নিমিত্তে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ