January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনার মশিয়ালীর ট্রিপল মার্ডারের তদন্তভার পেল গোয়েন্দা পুলিশ

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকার আলোচিত ট্রিপল মার্ডারের তদন্তে নেমেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার নতুন তদন্তভার দেওয়া হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল হককে। আজ রবিবার দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও মিডিয়া) কানাই লাল সরকার।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. কবির হোসেন জানান, মামলাটির তদন্তভার শনিবার রাতে ডিবিকে দেওয়া হয়েছে। এরই মধ্যে রিমান্ডে থাকা আসামিদের ও মামলার নথিপত্র ডিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে।
তদন্তের দায়িত্ব পাওয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ডের মেয়াদ শেষ হলে প্রয়োজনে নতুন করে রিমান্ডে নেওয়া হবে।
এদিকে হত্যাকাণ্ডের ১০ দিন পরও খুলনার মশিয়ালীতে মূল অভিযুক্ত জাকারিয়া হোসেন ও তার ভাই মিল্টনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার হলেও তা উদ্ধার হয়নি। ফলে তদন্তে গতি বাড়াতে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলো।
জানা যায়, ১৬ জুলাই রাতে জাকারিয়া-জাফরিনদের গুলিতে খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় একইসঙ্গে তিনজন নিহত হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতা তাদের বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও জাকারিয়ার আত্মীয় জিহাদ শেখকে পিটিয়ে হত্যা করে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া মামলার অন্যতম আসামি জাফরিন হাসান পুলিশকে বিভ্রান্তকর তথ্য দিচ্ছে। তার দেওয়া তথ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়েও অস্ত্র উদ্ধার করা যায়নি। অপরদিকে আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবিতে এলাকায় মিছিল, সমাবেশ করছে হতাহতের পরিবার ও ক্ষুব্ধ গ্রামবাসী।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *