খুলনার প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সৈনিক নূরুল ইসলাম দাদুভাই আর নেই
দ. প্রতিবেদক
খুলনার প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি, ভাষা সৈনিক এম নূরুল ইসলাম দাদুভাই (৯১) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। বুধবার সকাল পৌনে ৯টায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা, তিন পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনার সব থেকে প্রবীণ রাজনীতিবিদ এম নূরুল ইসলাম দাদুভাই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে চিকিৎসাধীন ছিলেন। কয়েক বছর ধরে কোন কর্মসূচি বা বাড়ীর বাইরে আসতেন না। বুধবার ভোররাতে তার অবস্থার কিছুটা অবনতি হলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এবং সাবেক মেয়র মনিরুজ্জামান মনি তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় ৮টা ৪৫ মিনিটে না ফেরার দেশে চলে যান।
এদিকে বর্ষিয়ান রাজনীতিক এম নূরুল ইসলাম দাদুভাই এর নামাজে জানাজা গতকাল বুধবার আসরবাদ খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় খুলনা মহানগর ও জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহের রাজনীতিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, উন্নয়নকর্মী, সমাজসেবক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইনজীবী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। চির বিদায়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে নগরীর টুটপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজায় অংশগ্রহণ করেছেন নগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও শেখ আবুল হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, এ্যাড. শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিএনপি নেতা আমীর এজাজ খান, মীর কায়সেদ আলী, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারী অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের নগর শাখার সেক্রেটারী শেখ মো. নাসির উদ্দিনসহ বিপুল সংখ্যক মুসল্লীবৃন্দ।
নামাজে জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা আবু দাউদ। পরিবারের পক্ষ থেকে মরহুমের জ্যেষ্ঠ সন্তান প্রকৌশলী এম আরিফুল ইসলাম রুমি প্রয়াত এম নূরুল ইসলাম দাদুভাইয়ের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, বক্তৃতা পর্বের শুরুতেই শোক প্রকাশ ও মরহুমের মাগফেরাত কামনা করে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘দল-মত নির্বিশেষে শ্রদ্ধেয় ব্যক্তি এম নূরুল ইসলাম দাদুভাইয়ের সাথে সকলেরই গভীর সম্পর্ক ছিল। দাদুভাই নামটিই ছিল সবার অত্যন্ত প্রিয়। আজ তিনি আমাদের মাঝে নেই, আমরা কেউ একদিন থাকবো না। আমাদেরকে চলে যেতে হবে। দাদুভাইয়ের কথায়-কাজে যদিও কেউ কষ্ট পেয়ে থাকি, তাহলে সকলেই বিদায় বেলায় আমরা তাকে মাফ করে দিয়ে মহান আল্লাহ্’র কাছে তার মাগফেরাতের জন্য দোয়া করবো। আল্লাহ্ রাব্বুল আলামীন তার সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’
এম নূরুল ইসলাম দাদু ভাই প্রথমজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত এবং মাওলানা আব্দুল হামিদ খানা ভাসানীর অনুসারী ছিলেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সংগঠন এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদের সাথে জড়িত ছিলেন তিনি। তিনি মাওলানা আব্দুল হামিদ খানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ সরাসরি যোগদান এবং সংগঠকের দায়িত্ব পালন করে ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পরপরই তিনি ভাসানীর ন্যাপ ছেড়ে বিএনপিতে যোগদান করেন। তিনি দীর্ঘদিন মহানগর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালের সংসদ নির্বাচনে তিনি খুলনা-৪ রূপসা, দিঘলিয়া ও তেরখাদা থেকে চারদলীয় জোট থেকে এমপি নির্বাচিত হন। তার আগে তিনি খুলনা-৪ এবং খুলনা-১ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হতে পারেননি। বার্ধক্যজনিত পরে আর কোন নির্বাচনে অংশগ্রহণ করেননি। তখনই তাকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার পদ দেওয়া হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন / এম জে এফ