January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশিক্ষা

খুলনার পাটকল বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

দ. প্রতিবেদক
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল বিদ্যালয়গুলোতে কর্মরত অস্থায়ী শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাটকলগুলো বন্ধ ঘোষণার পর বিদ্যালয়গুলোর স্থায়ী শিক্ষকদের এমপিওভুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু অস্থায়ী শিক্ষকদের বিষয়ে কিছু বলা হয়নি। এতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রায় ৬০ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী। এ অবস্থায় আজ বুধবার প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে স্থায়ী শিক্ষকদের সঙ্গে তাদেরও স্থায়ী করার দাবি জানান। খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম ও স্টার মিল বিদ্যালয়ে কর্মরত রয়েছেন ৬০ জন অস্থায়ী শিক্ষক। তারা দীর্ঘ ১০/১৫ বছর ধরে বিদ্যালয়গুলোতে পাঠদান করছেন। এছাড়া পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনসহ সরকারের সব ধরনের নির্দেশনা সঠিকভাবে পালন করেছেন। এ অবস্থায় চাকরি চলে গেলে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়তে হবে। এজন্য তাদের চাকরিও এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শিক্ষক দুলাল উদ্দিন খান, আনিসুর রহমান, শীলা মমতাজ, তাহমিনা মুক্তা, ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *