খুলনার নিক্সন মার্কেটে অগ্নিকাণ্ডে ৬৮ লাখ টাকার ক্ষতি
দ. প্রতিবেদক : খুলনা মহানগরীর রেলওয়ে হাসপাতাল রোডস্থ (নিক্সন মার্কেট) মানিক মিয়া শপিং কমপ্লেক্সের এলাহি ফ্যাশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার গভীর রাতে (২০ জুলাই) বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ৬৮ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাহি ফ্যাশনের কর্মচারী সাব্বির শিকদার বলেন, এলাহি ফ্যাশনে বাচ্চাদের পোশাক পাইকারী বিক্রি করা হতো। ঈদের পোশাক আনা হয়েছে। দোকানের প্রায় ৬৮ লাখ টাকার মালামাল ছিলো। যা সবই পুড়ে ছাই হয়ে গেছে।
বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান বলেন, গভীর রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অল্পসময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। এ দিকে অগ্নিকান্ডের খবর শুনে অচেতন অবস্থায় হয়ে পড়েছেন এলাহি ফ্যাশনে মালিক কামরুল হোসেন হৃদয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।