খুলনার নতুন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা
দক্ষিণাঞ্চল ডেস্ক
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুরে বদলী করা হয়েছে। আর এসবির উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমান ভুঞাকে দেওয়া হয়েছে খুলনার পুলিশ কমিশনারের দায়িত্ব। পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বুধবার বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের পর আলোচনায় থাকা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে কক্সবাজার জেলা থেকে বদলি করা হয়েছে। তাকে কক্সবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্বে আনা হয়েছে মো. হাসানুজ্জামানকে, যিনি ঝিনাইদহে একই দায়িত্ব পালন করে আসছিলেন।
খুলনার পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুরে পাঠানো হয়েছে একই দায়িত্ব দিয়ে। এসবির উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমান ভুঞাকে দেওয়া হয়েছে খুলনার পুলিশ কমিশনারের দায়িত্ব। ঢাকা মহানগর পুলিশের উপ -কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। আর রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহকে বদলি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ