খুলনার ধর্মসভায় বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা শহরবাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে গ্রামীণফোন তাদের আরো একটি নতুন সেবাকেন্দ্র নিয়ে এসেছে। মঙ্গলবার সকালে নগরীর ২৯, স্যার ইকবাল রোডে, ধর্মসভায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উৎসব মুখর পরিবেশে এর উদ্বোধন ঘোষণা করেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স এন্ড সার্ভিস মোহাম্মদ আওলাদ হোসেন; খুলনা বিজনেস সার্কেল হেড- এ. এস. এম. হেদায়েতুল হক (হেলাল)।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণফোনের সেবা গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার লক্ষে আরো একটি নতুন সেবাকেন্দ্র এখন খুলনা শহরে। অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে বলে জানান গ্রামীণফোনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রিজিওনাল সেলস হেড এ. এম. এম. সালাহ উদ্দিন, সার্কেল রিটেইল হেড মুহাম্মদ নুরুল আমিন সরকার, সার্কেল মার্কেটিং হেড মহম্মদ গোলাম শরীফুদ্দিন, সার্কেল টেকনোলজি হেড মোহাম্মদ আব্দুল মান্নান, সার্কেল ডিস্ট্রিবিউশন প্ল্যানিং হেড মো: মিনহাজ-উল আলম, সার্কেল এইচ আর হেড সাব্বির আহমেদ, সার্কেল ফিনান্স হেড মোহাম্মদ কামরুল ইসলাম, সার্কেল এন্টারপ্রাইস হেড খন্দকার রিয়াজ রহমান, খুলনা এরিয়া ম্যানেজার মলয় কান্তি মিত্র, খুলনা সিনিয়র টেরিটোরি ম্যানেজার দেবাশীষ পাল, খুলনা এরিয়া রিটেল চ্যানেল ম্যানেজার এটিএম মোরছালিন চৌধুরী ও ধর্মসভা গ্রামীণফোন সেন্টারের সত্ত্বাধিকারী মোঃ আসলাম।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ