খুলনার দুটি বাজার অস্থায়ী স্থানে স্থানান্তরের নির্দেশ
দ. প্রতিবেদক : নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে খুলনা মহানগরীর দু’টি বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে বয়রা বাজারকে নিকটস্থ হাজী ফয়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এবং বড় বাজার শহীদ হাদিস পার্কে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়। আজ বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে হাজী ফয়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বয়রা বাজারের এবং শনিবার ১৮ এপ্রিল সকাল ১০টা থেকে শহীদ হাদীস পার্কে বড় বাজার এর কাঁচামাল, মাছ-মাংস ও ফলের দোকান সমূহের কার্যক্রম শুরু হবে। তবে এক্ষেত্রে সরকারের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বাজার চলবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায় করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জনসাধারণকে তাদের প্রয়োজন অনুযায়ী নবনির্ধারিত স্থানে বাজার করার নির্দেশ প্রদান করা হলো। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।