খুলনার তেরখাদা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন
দ. প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খুলনার তেরখাদা উপজেলাসহ দেশের সাত জেলা ও ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজকের ২৩টিসহ মোট দুইশত ৫৭টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন ইতোমধ্যে উদ্বোধন করেছেন। বিদ্যুৎ বিভাগ মুজিববর্ষকে সেবাবর্ষ হিসেবে পালন করছে। দেশের ৯৬ শতাংশ জনগোষ্ঠী এখন বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এ পর্যন্ত দেশের চারশত ৬১টি উপজেলার ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় মোট চার লাখ ৯৬ হাজার কিলোমিটার সঞ্চালন লাইন ও ১২ হাজার এমভিএ ক্ষমতা সম্পন্ন এক হাজার তিনটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। পল্লী বিদ্যুতের ভৌগোলিক এলাকার চারশত ৬১টি উপজেলার মধ্যে চারশত ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এসময় খুলনা সার্কিট হাউস প্রান্তে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মুকিম সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন, উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আনিচুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।