খুলনার ট্রিপল মার্ডার মামলার আরও দু’আসামী গ্রেফতার, একজন রিমান্ডে
দ. প্রতিবেদক
খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের ট্রিপল মার্ডার মামলায় এজাহারভুক্ত আরও দুই আসামীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হল- নগরীর মশিয়ালী এলাকার ফারুক হোসেনের ছেলে রবিন (২০) ও মোঃ ইমদাদুল ইসলাম @ বাবুল শেখের ছেলে মোঃ মিরাজুল ইসলাম @ মিঠু শেখ (৩৩)।
মামলার তদন্ত কর্মকর্তা ও কেএমপি’র গোয়েন্দা শাখার পরিদর্শক মো. এনামুল হক বলেন, আসামি রবিনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে বাগেরহাট সদর থানাধীন বাসষ্ট্যান্ড এলাকা হতে আসামী মোঃ মিরাজুল ইসলাম @ মিঠু শেখকে গ্রেফতার করা হয়। সে মশিয়ালী গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার ১৬নং এজাহারনামীয় আসামী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ