খুলনার গণমাধ্যম ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ নামের বইয়ের প্রকাশনা উৎসব কাল
খবর বিজ্ঞপ্তি
পাকিস্তান জামানায় ১৯৪৮-১৯৭১ খুলনার জাতীয়তাবাদী, গণতান্ত্রিক আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় নির্বাচনে খুলনার সংবাদপত্রের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে খুলনার গণমাধ্যম ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ নামের বই। স্থানীয় সংবাদকর্মী কাজী মোতাহার রহমান বাবু রচিত এই বইয়ের প্রকাশনা উৎসব আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না।
বইয়ে যেসব তথ্য অন্তর্ভূক্ত আছে তার মধ্যে উলেখযোগ্য হচ্ছে ভাষা আন্দোলনে খুলনা ও বাগেরহাটের সাপ্তাহিক পত্রিকাগুলোর ভূমিকা, ৬৯’র গণআন্দোলনে দৈনিক আজাদ ও অবজারভারে প্রকাশিত প্রতিবেদন, ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফল, ১৯৭১ সালের ক্যালেন্ডার, ১৯৪৮-৭১ পর্যন্ত পত্র পত্রিকার ভূমিকা, খুলনার সন্তান চার শহীদ সাংবাদিকের জীবনী, পাক বাহিনীর হাতে দু’জন সাংবাদিকের নির্যাতনের বর্ণনা, খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাটে কর্মরত ৭০ জন সাংবাদিকের জীবনী গ্রন্থনা, ১৯৭১ সালে রণাঙ্গনে পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, রেডিও পাকিস্তান খুলনা কেন্দ্রের ভূমিকা, ১৯৭১ সালে ১৭ ডিসেম্বর খুলনা সার্কিট হাউজে আত্মসমার্পনে দলিল স্বাক্ষরের ছবি, ১৯৭২ সালে দৈনিক বাংলায় প্রকাশিত খুলনায় গণহত্যার প্রতিবেদন, খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাটের শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাপরাধীদের তালিকা। পাকিস্তান জামানার সংবাদপত্রের এই ইতিহাসের প্রকাশনা করেছেন দৈনিক কালান্তর পাবলিকেশণস লিঃ।