খুলনার একুশে বইমেলায় ক্রেতা দর্শকদের স্বতস্ফূর্ত উপস্থিতি
দ. প্রতিবেদক
অতিক্রান্ত হলো একুশে বইমেলা, খুলনা’র ১২ তম দিন। ক্রেতা দর্শকদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। বইয়ের দোকানগুলোতে ক্রেতা দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। বিকালে বইমেলার মঞ্চে সাংস্কৃতিক আয়োজনে ছিল সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা’র ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যা ৬টা থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত পরিবেশিত হয় ‘ধ্বনিতরঙ্গ, খুলনা’র বাচিক শিল্পীদের পরিবেশনা। পরবর্তীতে ২টি সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘সবুজ পাতার দেশে’ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘কত্থক নৃত্য একাডেমি, খুলনা ’র শিল্পীবৃন্দ। মেলায় আগত দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাউসারী জাহান মঞ্জু এবং এস এম শাহারুজ্জামান।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়