খুলনার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
নগর আ’লীগের সংবর্ধনায় নেতৃবৃন্দ
দ: প্রতিবেদক
খুলনা মহানগর আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেছেন, খুলনার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে। যে সকল উন্নয়ন কাজ চলছে সে কাজগুলো এগিয়ে নিতে হবে। একই সাথে নতুন নতুন প্রকল্প গ্রহণ করে নগরীসহ এ অঞ্চলকে অর্থনৈতিক জোনে পরিণত করতে হবে। সে লক্ষ্যে সবাই কাঁধে কাঁধ রেখে খুলনার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল রবিবার বিকাল ৩টায় নগরীর শহীদ হাদিস পার্কে মহানগর আওয়ামী লীগসহ ১৪ দল আয়োজিত খুলনাঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংবর্ধিত নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করতে হবে। রূপকল্প বাস্তবায়িত হলে এদেশ হবে উন্নত, জাতি হবে সমৃদ্ধশালী। সেজন্যে দলমত জাতি বর্ণ নির্বিশেষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র সেখ সালাহ্উদ্দিন জুয়েল, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আকতারুজ্জামান বাবু এমপি, খুলনা-বাগেরহাটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাড. গেøারিয়া ঝর্ণা সরকার, ১৪ দল নেতা রফিকুল হক খোকন, শরীফ শফিকুল হামিদ চন্দন, মো. খালিদ হোসেন, এফ এম ইকবাল, এ্যাড. মিনা মিজানুর রহমান, একেএম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এ্যাড. আনিসুর রহমান পপলু, রণজিৎ কুমার ঘোষ, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল।
সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।