September 19, 2024
আঞ্চলিক

খুলনার উন্নয়নের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা উন্নয়ন কমিটির

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বন্দর নগরী খুলনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ব বৃহৎ মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবায়নের পথে। পদ্মা সেতু বাস্তবায়নের পরে খুলনা মেগা সিটিতে পরিণত হবে। আর তাই এখন থেকেই খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনা শুরু করতে হবে। খুলনাবাসি দীর্ঘ দিন ধরে বিমানবন্দর নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এ প্রকল্পটি বারবার পিছিয়ে যাচ্ছে। স্বাস্থ্য শিক্ষা খাতে খুলনা বরাবরই পিছিয়ে আছে। এ অঞ্চলের বৃহৎ স্বার্থে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ বেডে উন্নিতকরণসহ অবিলম্বে মেডিকেল বিশ^বিদ্যালয় ঘোষণা এবং আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে ৫০০ বেডে উন্নিতকরণ অত্যন্ত জরুরী। খুলনা এখনো পর্যন্ত গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। দেশের অন্যান্য অঞ্চলের সাথে শিল্পোন্নয়ন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ অঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ অত্যন্ত আবশ্যক। খুলনার একমাত্র প্রধান সড়ক বলা হয় খুলনা-যশোর রোডকে। প্রতিদিন ছোট বড় মিলিয়ে প্রায় ৫০-৬০ হাজার যানবাহন এ সড়কে চলাচল করে। কিন্তু এ সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। প্রতিদিন বিভিন্ন ধরণের দুর্ঘটনায় ব্যাপক হারে মানুষের যানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই খুলনার সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে অনতিবিলম্বে খুলনা-যশোর রোডকে ফুলতলা পর্যন্ত ৬ লেনে উন্নিতকরণ, খুলনায় বিমানবন্দর নির্মাণ, মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপন এবং খুলনায় দ্রæত পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ¦ শেখ মোশাররফ হোসেন এবং মহাসচিব শেখ আশরাফ উজ জামান ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *