খুলনার ইমামদের সাথে মাদক বিরোধী টাস্কফোর্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দ: প্রতিবেদক
খুলনা জেলা ও মহানগরের ইমামদের সাথে রমজানের পবিত্রতারক্ষা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদক বিরোধী টাস্কফোর্সের মতবিনিময় সভা গতকাল রবিবার বিকালে খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। খুলনা জেলা প্রশাসন ও মাদক বিরোধী টাস্কফোর্স এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, ইসলামিক ফাউন্ডেশন খুলনার বিভাগীয় পরিচালক শাহীন বিন জামান এবং খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপপিচালক মোঃ রাশেদ উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় প্রায় একশত ইমাম অংশগ্রহণ করেন।