খুলনায় ৩০ জন চিকিৎসকের করোনা পরীক্ষা হচ্ছে!
দ. প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপকের সংস্পর্শে আসা ৩০ জন চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হচ্ছে। তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটি আজ পরীক্ষা করা হবে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত ওই সহকারী অধ্যাপকের সংস্পর্শে আসা ৩০ জন চিকিৎসকের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া হাসপাতালের সাসপেকটেড করোনা আইসেলেশনে ৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের নমুনাও পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, শনিবার খুলনা মেডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় ইউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপকের পজেটিভ ধরা পরে। এ নিয়ে খুলনায় ২ জন রোগী শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ জানান, সহকারী অধ্যাপকের জ্বর, গলাব্যাথা ও গায়ে ব্যাথা থাকায় শনিবার ল্যাবে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। তিনি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
এর আগে গত ১৩ এপ্রিল মহানগরীর করিমনগর এলাকার একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।