November 25, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় ২৫০ টাকার আদা ৩২০ টাকায় বিক্রি, চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

দ. প্রতিবেদক : খুলনায় অতিরিক্ত দামে আদা বিক্রি করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়।

আজ শুক্রবার এ অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন।

এ বিষয়ে শিকদার শাহিনুর আলম বলেন, আজ শুক্রবার নগরীর সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড পাইকারি বাজার তদারকি করে দেখা যায়- আদা ২৫০ টাকায় ক্রয় করে (ক্রয় রশিদ অনুযায়ী) বিক্রি করছেন ৩২০ টাকা। প্রতি কেজিতে ৭০ টাকা লাভ।

এসময় অতিরিক্ত মূল্যে আদা বিক্রয়ের অপরাধে আরমান বানিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা, নাজনিন বানিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা, আর আর ট্রেডার্সকে ১ হাজার টাকা, মক্কা স্টোরকে ১ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই সাথে স্থানীয় সকল ব্যবসায়িকে ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও অতিরিক্ত মূনাফা না করে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ জানানো হয়। অভিযানে সহযোগিতা করেন কেএমপির সোনাডাঙ্গা থানা পুলিশের সদস্যরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *