খুলনায় ১২০ জন সুবিধাবঞ্চিত শিশুকে খাদ্য সামগ্রী উপহার দিলেন যুবলীগ নেতা পলাশ
দ. প্রতিবেদক : খুলনায় এবার ১২০ জন সুবিধাবঞ্চিত শিশুকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ। আজ রবিবার বেলা ১১টায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুরস্থ অনুশীলন মজার স্কুলের সুবিধাবঞ্চিত ১২০ জন শিক্ষার্থীদের মাঝে নিজ উপস্থিত থেকে তিনি এ খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আব্দুল গফুর খান, মহানগর যুবলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জহির আব্বাস, সহ-সম্পাদক মোক্তাদির হোসেন সোহাগ, টিএসবি ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ: মজিদ শেখ, যুবলীগ নেতা শাহারিয়ার হোসেন মানিক, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অলোক দাস, শিক্ষক কায়েস মাহমুদ, প্রসেনজিৎ দে, ফারজানা, তারা প্রমূখ।
এ বিষয়ে খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, অনুশীলন মজার স্কুলে ঝরে পড়া, শিশু শ্রমিক ও পথশিশুরা পড়াশুনা করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এসব সুবিধাবঞ্চিত শিশুদের উপহার দেওয়া হয়েছে। এছাড়াও সামর্থ্য অনুযায়ী কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসছেন আমাদের যুবলীগের নেতাকর্মীরা।