খুলনায় সমিতি থেকে ঋণের টাকা আনতে গিয়ে নারী নিখোঁজ
দ. প্রতিবেদক
খুলনায় ব্রাক সমিতি থেকে ঋণের ৫০ হাজার টাকা আনতে গিয়ে হাসিনা বেগম (৫০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার দুপুর একটার দিকে নগরীর খালাসী মাদ্রাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন। তিনি নগরীর হাসানবাগ এলাকার হানিফ হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। যার নং ৮৪৯, তারিখ : ১৭/০৮/২০২০ খ্রিঃ।
জিডিতে নিখোঁজ নারীর ছেলে মেহেদী হাসান উল্লেখ করেন, তার মা হাসিনা বেগম সোমবার দুপুরে খালাসী মাদ্রাসার সামনে ব্র্যাক অফিস থেকে ঋণের ৫০ হাজার টাকা তুলতে যান। এরপরে আর বাসায় আসেননি। অনেক খোঁজার পরও পাওয়া যায়নি। তার মুখে ঘাঁয়ের দাগ রয়েছে, পরনে ছিল ছাপা শাড়ি ও গায়ে হলুদ ছাপা ওড়না।
এ বিষয়ে তিনি এ প্রতিবেদককে জানান, ব্রাক অফিসের সিসি ক্যামেরায় দেখা দেখা গেছে, টাকা তুলে তিনি রিকশা উঠে চলে যান। তার পিছনে একটি মোটরসাইকেল অনুসরণ করতে দেখা যায়।
এ বিষয়ে জিডির তদন্তের দায়িত্ব পাওয়া সোনাডাঙ্গা মডেল থানার এসআই আনছার আলী জানান, নিখোঁজ মহিলার তথ্য ও ছবি সব থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তথ্য পেলেই সবাইকে জানানো হবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ