খুলনায় মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার, মামলা
দ. প্রতিবেদক : খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোলে ৪র্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।আজ শনিবার (০২ মে) নগরীর খান জাহান আলী থানায় মামলটি দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল সন্ধ্যায় একই বাড়ীর ভাড়াটিয়া নাহিদের ছেলে আমিনুল (১৭), যোগীপোল ইউনিয়নের মৃত শহিদের ছেলে আজিজুল (২১) ও জাব্দীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পারভেজ (২৫) সুকৌশলে ডেকে নিয়ে পাশ্ববর্তী মুফতী মানসুরুর রহমানের পরিত্যাক্ত বাসভবনে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
এসময় মানসুরুর রহমানের ছেলে মোঃ সানাউল্লাহ দেখে ফেললে তারা ছাত্রীকে খাটের নিচে লুকিয়ে ফেলে। এক পর্যায়ে সানাউল্লাহ তাকে খাটের নিচ থেকে বের করার সময় আসামীরা ছাত্রীর সাথে সানাউল্লাহর ছবি অসৎ উদ্যেশ্যে বিভিন্ন রকমের ভাবে মোবাইলে ধারণ করে। এ ঘটনার পরদিন আসামীরা তার ওই ছবি দেখিয়ে সানাউল্লাহর পিতা মানসুরুর রহমানের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। পরবর্তীতে মানসুর রহমান ছাত্রী ও তার মা’য়ের নিকট বিষয়টি জানতে চাইলে সকল ঘটনা খুলে বলে।
খানজাহান আলী থানা ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, এঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। যার নং- ০১, তারিখ- ০২/০৫/২০২০। ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। অসুস্থ ওই ছাত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে।