খুলনায় নার্সসহ তিনজনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক : খুলনা এবার নার্সসহ তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা ১২ জন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।
তিনি জানান, আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর মেশিনে ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে তিনজনের রিপোর্ট পজিটিভ আসছে। আক্রান্তদের মধ্যে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স। তিনি করোনা হাসপাতালে কর্মরত ছিলেন। একজন রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী ও অপরজন নৈশপ্রহরী।
তিনি আরও জানান, তারা তিনজনই করোনা রোগীদের সেবায় কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছেন। এই নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। যার মধ্যে একজন সুস্থ হয়েছেন। একজন মারা গেছেন।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার বলেন, রূপসা হাসপাতালের দুই কর্মীর করোনা শনাক্ত হয়েছে। তাই হাসপাতালের চতুর্থ শ্রেণির কোয়ার্টার (২) লকডাউন করা হয়েছে। এছাড়াও সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।