খুলনায় জীবানুমুক্তকরণ টানেল স্থাপন করলো ছাত্রলীগ
দ. প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে খুলনায় জীবানুমুক্তকরণ টানেল স্থাপন করেছে জেলা ছাত্রলীগ। আজ শনিবার বেলা ১১টায় মহানগরীর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথে এ টানেল স্থাপন করা হয়। টানেলটি উদ্বোধন করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এম এ আলী, ডা. মোস্তফা কামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ শাহ আলম, জেলা যুবলীগ নেতা জামিল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, পাপিয়া সরোয়ার, মাহফুজুর রহমান সোহাগ, বিধান রায়।
সার্বিক সহযোগিতা করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা দ্বীপ পান্ডে বিশ্ব, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশার, মাহফুজ রনি, আসাদুল ইসলাম ইমন, হৃদয় হাবীব।
এ বিষয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এম এ আলী জানান, জেলা ছাত্রলীগের নেতারা এমন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়ায় তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের এ উদ্যোগটি সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল বলেন, জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ এর নির্দেশনায় ছাত্রলীগ নেতারা দ্রুততম সময়ের মধ্যে এ টানেলটি স্থাপন করতে সফল হয়। তাদের দেখাদেখি অন্যান্যরা এমন উদ্যোগ নিতে পারে। তাদের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশার বলেন, জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল ভাইয়ের সার্বিক পরামর্শে টানেলটি স্থাপন করা হয়েছে। ছাত্রলীগের যেসব নেতাকর্মী সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।