খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু
দ. প্রতিবেদক : খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত তানভীর আলম বাবু (৩২) নামের এক যুবক মারা গেছেন। আজ রবিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে আইসিইউতে থাকা অবস্থায় তিনি মারা যান।
তিনি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের আলাউদ্দীনের ছেলে। গত ২৪ মে করোনায় আক্রান্ত হয়েছে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, তানভীর ঢাকার একটি মোবাইল সফটওয়ার কোম্পানিতে চাকরী করতেন।