খুলনায় করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যরা ‘করোনা মুক্ত’
দ. প্রতিবেদক : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রাস্থ করিমনগর এলাকার করোনাভাইরাসে আক্রান্ত সেই ষাটোর্ধ্ব ব্যক্তির পরিবারের দুইজনের নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া যায়নি।
আজ বুধবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ খুলনা বিভাগের মোট ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কোন রিপোর্ট পজিটিভ আসেনি। এর মধ্যে নগরীর সোনাডাঙ্গা থানাধীন করিমনগর এলাকায় করোনা আক্রান্ত সেই ব্যক্তির স্ত্রী ও ছেলের নমুনা ছিল। তাদেরও করোনাভাইরাস শনাক্ত হয়নি।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ঝুঁকি এড়াতে আক্রান্ত ব্যক্তির স্ত্রী ও ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট এসেছে। তারা কেউ করোনা আক্রান্ত নয়।
এর আগে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন করিমনগরের ওই ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়েছিল। তিনি কিছু পূর্বে ঢাকা থেকে খুলনায় ফিরেছেন।