খুলনায় করোনার উপসর্গ নিয়ে একদিনে দুইজনের মৃত্যু
দ. প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বাগেরহাট জেলার মোংলার চাঁদপাইয়ের মৃত আজহার আলীর ছেলে কবির আহম্মেদ (৭০) ও মাগুরা জেলার সদর উপজেলার বাসিন্দা আনসার আলী (৫০)। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ৪/৫ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন কবির আহম্মেদ। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে সরাসরি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে। তার নমুনা সংগ্রহ করা হচ্ছে।
এর আগে সকালে ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাগুরা থেকে আসা আনসার নামের এক ব্যক্তিকে হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। এদিকে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।