খুলনায় করোনার উপসর্গ নিয়ে আ’লীগ নেত্রীর স্বামীর মৃত্যু
দ. প্রতিবেদক : খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শারাফাত হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টা ১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শারাফাত হোসেন মহানগরীর দৌলতপুরের কবির বটতলা এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে এবং খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা শম্পার স্বামী।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও ফ্লু কর্ণারের ফোকাল পার্সন ডাঃ মিজানুর রহমান দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, ২দিন ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে বুধবার সাড়ে ৯টার দিকে শারাফাত হোসেন হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থা অবনিত হলে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।