খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
দ. প্রতিবেদক : খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জান মোহাম্মদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খালিশপুর থানাধীন বঙ্গবাসী মোড়ের মৃত আলি মোহাম্মদ এর ছেলে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৬ মিনিটে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট, হালকা জ্বর সমস্যা নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল পৌনে ৭টার দিকে মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।