খুলনায় করোনাজয়ী প্রথম পুলিশ সদস্য এসআই আসাদুজ্জামান
দ. প্রতিবেদক
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর প্রথম করোনা আক্রান্ত সদস্য উপ-পরিদর্শক আসাদুজ্জামান আসাদ দ্বিতীয়বার নমুনা পরীক্ষার পর করোনা মুক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তিনিই দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার (১৬ জুন) দ্বিতীয়বার নমুনা পরীক্ষার পর আমার রিপোর্ট নেগেটিভ আসায় করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে থেকে শরীর সুস্থ থাকায় তৃতীয়বার আর পরীক্ষার প্রয়োজন নেই বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, কেএমপির প্রথম করোনা আক্রান্ত সদস্য আমি। করোনা থেকে সুস্থ হয়ে ওঠায় পুলিশ কমিশনার স্যারসহ অন্যান্য কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।
এস আই আসাদ জানান, আমি করোনা আক্রান্ত হওয়ার পর সহকর্মী ছাড়াও বিভিন্ন পেশার লোকজন সার্বিক খোঁজ খবর নিয়েছেন, সুস্থতার খবর জানতে চেয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের কাছে অনুরোধ করছি।
উল্লেখ্য, গত ০১ জুন খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এস আই আসাদুজ্জামান আসাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তার শরীর অসুস্থ না থাকলেও তিনি দ্বিতীয় রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আইসোলেশনে ছিলেন।