January 21, 2025
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় করোনাজয়ী দুজনের বাসায় ফুল-ফল-মিষ্টি উপহার পাঠালেন শেখ সুজন

দ. প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং সুপারভাইজার শিলা রানী দাস এবং মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা কালীবাড়ি ঋষিপাড়া এলাকার রিকশাচালক বিষ্ণু হাজরার বাসায় ফুল, ফল ও মিষ্টি উপহার হিসেবে পাঠিয়েছেন খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
শনিবার দুপুরে খুলনা করোনা হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হলে তারা নিজেদের বাসায় যান। যার কিছুক্ষণের মধ্যেই তাদের জন্য উপহার নিয়ে হাজির হন শেখ সুজনের প্রতিনিধিরা।


নার্স শিলা রানী দাসের বাসায় উপহার সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য মোঃ মশিউর রহমান সুমন, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান হোসেন শাওন, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, বিদ্যুৎ নন্দী আপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৌলতপুর ঋষিপাড়ার রিক্সাচালক বিষ্ণু হাজরার বাসায় উপহার সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য কাজী ইব্রাহিম মার্শাল, মোঃ মশিউর রহমান সুমন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি রুবায়েত হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহান হোসেন শাওন ও উপ-সম্পাদক শেখ সাকিব আশফাক নাইম।


এ বিষয়ে খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মশিউর রহমান সুমন দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, দুই করোনাজয়ী সুস্থ হয়ে বাসায় ফেরার পর তাদের জন্য ফুলেল শুভেচ্ছা, মিষ্টি ও হরেক রকমের ফল পঠিয়েছেন খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। এইসব উপহার সামগ্রী নেতাকর্মীদের নিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওই দুজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর শেখ সুজন ভাইয়ের পক্ষ থেকে তাদের পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও আশেপাশের লকডাউনে থাকা পরিবারগুলোকে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়। ওই দুজনের জন্য করোনা হাসপাতালে ফলমূল ও শুকনো খাবারও পাঠানো হয়েছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *