খুলনায় অহেতুক ঘোরাঘুরি করায় সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা
দ. প্রতিবেদক
খুলনায় সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি করা এবং হোম কোয়ারেন্টাইন না মানায় ১১ জন ব্যক্তিকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার অভিযানগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, মোঃ মিজানুর রহমান, মোঃ ইসমাইল হোসেন এবং মোঃ রাকিবুল হাসান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ভুত করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গতকাল রবিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদেশ-ফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সেনা সদস্য সহযোগে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও খুলনার ডুমুরিয়া, কয়রা, পাইকগাছাসহ বিভিন্ন উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণ টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি আদেশ অমান্যকরণ, সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে খুলনার বিভিন্ন উপজেলায় ৭ জন ব্যক্তিকে ৬ হাজার ৫০০ টাকা এবং খুলনা মহানগরীতে ৪ জন ব্যক্তিকে ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় খুলনা জেলায় ১১ জন ব্যক্তিকে মোট ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সেনা সদস্য, র্যাব, পুলিশ ও আনসারের সদস্যগণ।