খুলনাবাসীর প্রতি সংসদ সদস্য সেখ জুয়েলের আহ্বান
প্রিয় খুলনাবাসী,
আসসালামু আলাইকুম।
আপনারা জানেন, করোনা ভাইরাস আজ সারা পৃথিবীতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এই মহাবিপদ মোকাবেলা করতে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে-ধৈর্য্য। আতঙ্কিত না হয়ে আমাদের হতে হবে- সতর্ক এবং সচেতন। আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে রাখবেন, সরকার সবাইকে ঘরে থাকার যে নির্দেশনা দিয়েছে, করোনা প্রতিরোধে তার কোন বিকল্প নেই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ,
জরুরি প্রয়োজন ছাড়া আপনারা ঘর থেকে বের হবেন না।
ঘন ঘন সাবান দিয়ে দুই হাত কমপক্ষে ২০ সেকেন্ড পরিষ্কার করবেন।
যেখানে সেখানে কফ ও থুথুু ফেলবেন না।
হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না।
হাঁচি বা কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে ফেলুন।
কারো মধ্যে করোনার বিন্দুমাত্র কোন লক্ষণ দেখা দিলে হটলাইনের ১৬২৬৩ বা ৩৩৩ নম্বরে ফোন করে সাহায্য চাইবেন।
আর এই কঠিন সময়ে নিম্ন আয়ের মানুষ যারা কষ্টের মধ্যে আছেন, আমি যতদূর সম্ভব আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সহায় হোন।
সেখ সালাহউদ্দিন জুয়েল
সংসদ সদস্য
খুলনা-২