খুলনাবাসীকে রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করতে হবে : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
আজ বুধবার বিকাল ৫টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে খুলনা মহানগরীতে স্বাস্থ্য বিষয়ে কর্মরত এনজিওসমূহের প্রতিনিধিদের সাথে কেসিসি’র স্বাস্থ্য ও কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সিটি মেয়র নগরীতে করোনা প্রতিরোধে সকল বেসরকারি সংস্থা কর্তৃক গৃহীত কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে কেসিসি’র সাথে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিক্ষিপ্তভাবে কাজ না করে সমন্বিত ও পরিকল্পিতভাবে কাজ করলে অধিক ফলপ্রসু হবে। তিনি বৈশ্বিক এ দুর্যোগ থেকে খুলনাবাসীকে রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, সচিব মো: আজমুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নুরুন্নাহার এ্যানী, মো: আব্দুল রকিব, মোল্লা মারুফ রশীদ, মো: জিয়াউর রহমান, বেসরকারি সংস্থা নবলোক-এর প্রতিনিধি সুব্রত দাস, বাপসা’র প্রতিনিধি মো: গোলাম রসুল ও শিল্পী রাণী দাস, এসএইচএন-এর প্রতিনিধি মো: আনিস উদ্দীন, ব্রাক-এর প্রতিনিধি আবু মোজাফফর মাহমুদ, সিএসএস-এর প্রতিনিধি মো: আলী আকবর প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।