খুলনাবাসীকে আ’লীগের ঈদ শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
ঈদ শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বছর ঘুরে ঈদ আসে মুসলিম উম্মাকে আনন্দ দিতে। ঈদে আমরা সব সময়ই আনন্দ করে থাকি। এবারও আনন্দ করবো, তবে অত্যন্ত সর্তকতার সাথে। কারন আনন্দের চেয়ে সুস্থতার সাথে বেঁচে থাকাটাই এখন মুখ্য বিষয়। করোনা ভাইরাসের আক্রমন থেকে নিজেকে নিরাপদে রেখে সমাজ ও জাতিকে নিরাপদে রাখাই হবে এবারের ঈদের আনন্দ। সামাজিক দুরত্ব বজায় রেখেই সকলকে ঈদের নামাজ আদায় করে ঈদ আনন্দ উদযাপন করতে হবে। ঈদের খুশী যেন কারোর জন্য দু:খের না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে সকলকে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি।
সারা দেশের মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাকে জয় করে দেশকে উন্নত বিশ্বের কাতারে দাড় করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সহযোগিতায় এগিয়ে আসবে এই প্রত্যাশা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।