খুলনাকে ঢেলে সাজাতে একই মঞ্চে মেয়র-এমপি
বিশেষ প্রতিনিধি, খুলনা
খুলনাকে মাদক, সন্ত্রাসমুক্ত করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র ও খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। একই মঞ্চে খুলনার উন্নয়নে যানজট নিরসন, জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পরিকল্পনার কথা জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। গতকাল মঙ্গলবার বিকালে খুলনা শহীদ হাদিস পার্কে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফায়েক উজ্জামান।
অনুষ্ঠানে সেখ সালাউদ্দিন জুয়েল বলেন, মাদকমুক্ত খুলনা গড়তে এরই মধ্যে প্রশাসনের অভিযান শুরু হয়েছে। একই সাথে নির্বাচনি প্রতিশ্র“তি অনুযায়ী খুলনায় আইটি সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অবকাঠামো উন্নয়নসহ আগামী দুই বছরের মধ্যে বিমান বন্দর চালু করা হবে।
সিটি মেয়র বলেন, খুলনার উন্নয়নে প্রায় সাড়ে ১৪শ’ কোটি টাকা পাওয়া গেছে। জলাবদ্ধতামুক্ত খুলনা গড়তে পানি নিষ্কাশনের খালগুলোর অবৈধ দখল উচ্ছেদ শুরু হয়েছে। ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এরপর ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কাজ শুরু হবে।
মো. জয়নাল ফরাজী