খুলণায় নারী অধিকার মানবাধিকার বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল সকাল ১১টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মিলিত নারী অধিকার ফোরাম, খুলনা’র উদ্যোগে ‘নারী অধিকার মানবাধিকার’ সেমিনারে বক্তারা বলেন, নারী মুক্তি আন্দোলনে পথিকৃত বেগম রোকেয়া পথ দেখিয়েছেন। নারীদের সর্বক্ষেত্রে অধিকার নিশ্চিত করতে হবে। তাঁর প্রত্যাশা নারীরা শুধু গৃহ কাজ নয়, অফিস, শ্রমবহুল সব ব্যাপারেই নারী অংশগ্রহণে অধিকারী।
বিশিষ্ট শিক্ষাবিদ নারীনেত্রী বেগম মাজেদা আলীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়কারী নারীনেত্রী এড. তছলিমা খাতুন ছন্দা। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সুতপা বেদজ্ঞ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম মুজিবুর রহমান, খুলনা আইনজীবী সমিতির সভাপতি এড. নূরুল হাসান রুবা, সুজনের জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদা।
নারীনেত্রী রোজী রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বøাস্টের সমন্বয়কারী এড. অশোক কুমার সাহা, অধ্যক্ষ রেহেনা আক্তার, বাসুদেশ দাস, মোঃ নাজমুল আজম ডেভিড, মনোয়ারা বেগম, এড. মোমিনুল ইসলাম, রসু আক্তার, আফজাল হোসেন রাজু, অধ্যাপক অজান্তা দাস, জাবেদ খালিদ জয়, এড. পপি ব্যানার্জী, এড. নুরুন্নাহার পলি, মেরিনা যুথি, এড. জাহানারা পারভীন, এড. কামরুন্নাহার, জেসমিন জামান, সাইদুর রহমান পিণ্টু, এড. আরিফা খাতুন, সাজেদা পারভীন পান্না, এড. নাজমা বেগম, তাসমিয়া আফরিন রেশমা, সুইয়া খাতুন, পূর্ণিমা হোসেন চৌধুরী, পলাশ রফিক, সবুজুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, সর্বক্ষেত্রে নারীকে হেয় করে দেখার মানসিকতা, নারীদের প্রতি নিষ্ঠুর ও সহিংস আচরণের জন্ম দেয়। নারীকে আত্ম-সচেতনতা ও আত্মমর্যাদা বোধ নিজের মধ্যে তৈরি করতে হবে। ছোটবেলা থেকে শিশুদের মধ্যে নারীর প্রতি মর্যাদা ও সম্মান শিক্ষা দিতে হবে।