খুমেক হাসপাতালে সন্দেহভাজন করোনা রোগীর মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনা মেডিকল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওই রোগীর মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ জানান। মৃত ওই রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ পোষণ করেছেন তিনি।
এর আগে ওই রোগী ঢাকার মর্ডান হসপিটালের আইসিইউতে ভর্তি ছিলেন। এর আগে একই আইসিইউতে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছিল।
হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ আরো বলেন, গত মঙ্গলবার (২৪ মার্চ) একজন পুলিশ সদস্য ও তার পিতাকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে দিকে তাদের খুমেক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি পুলিশ সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইনের কনস্টেবল। তার সেবায় নিয়োজিত থাকায় বাবাকেও হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা মাগুরা সদর উপজেলার কাপাশাটি গ্রামের বাসিন্দা।
এছাড়া বুধবার রাতে জ্বর অবস্থায় এক নারীকে তার বন্ধবী হাসপাতালে নিয়ে এসেছে। তার সিনড্রম দেখে বান্ধবীসহ করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে। যেহেতু তারা একত্রে এসেছে তাই দুইজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। সিনিয়র চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণ করছেন। তাদের অবস্থা এখনো ভাল আছে। যদি সিনড্রম বাড়ে তাহলে আইইডিসিআরে রক্তের নমুনা পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে করোনা ইউনিটে মোট চারজন ভর্তি রয়েছেন।