খুমেক হাসপাতালে দুদকের অভিযান: ক্লিনিক ও ডায়াগণস্টিকের প্যাড ও স্লিপ উদ্ধার
দ: প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে নানা অনিয়মের অভিযোগ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত অভিযানে দায়িত্বরত চিকিৎসকের কক্ষ থেকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারের প্যাড ও প্যাথলজি স্লিপ উদ্ধার হয়। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও টাকার বিনিময়ে সাধারণ রোগীদের ওইসব ক্লিনিক-ডায়াগণস্টিক সেন্টারে পাঠানো হয়।
দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া জানান, নিয়ন্ত্রণহীন ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারের সাথে কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েছে এই হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালের অভ্যন্তরে ভ্রাম্যমাণ এক্স-রে, ইসিজি মেশিন নিয়ে ডায়াগণস্টিক সেন্টারের দালাল ও ওষুধের দোকানের প্রতিনিধিদের সক্রিয় দেখা গেছে। অধিক টাকার বিনিময়ে বাইরের ক্লিনিক থেকে পরীক্ষা-নীরিক্ষায় আর্থিক ক্ষতি ও ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। অভিযানকালে দুদকের উপ-সহকারী পরিচালক নীলকমল পাল উপস্থিত ছিলেন।