খুমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
দ. প্রতিবেদক : খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে আনসার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলার বাসিন্দা। আজ মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাগুরা থেকে আসা ওই ব্যক্তিকে হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। এদিকে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।