খুমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে যুবতীর মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনায় এবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত লিমা (২৪) পিরোজপুর জেলা ও থানার দক্ষিণ জীব বটতলা এলাকার জুলফিকার আলীর মেয়ে। খুমেক হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩/৪ ধরে নিউমোনিয়া থাকায় সোমবার বিকেল পৌনে ৫টায় সরাসরি ফ্লু কর্ণারে এ ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোগীটি মারা যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভোর ৪টায় মৃত ঘোষণা করেন। এদিকে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।