খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
দ. প্রতিবেদক
করোনাভাইরাস থেকে দূরে থাকতে মানসম্মত ও প্রয়োজনীয় পারসোনাল প্রটেক্টেড ইক্যুইপমেন্ট (পিপিই) সরবরাহের শর্তে কর্মবিরতি স্থগিত করেছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা। আজ মঙ্গলবার সকাল থেকে তারা কাজে যোগ দেবেন। গতকাল সোমবার রাতে হাসপাতালের পরিচালকের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে খুমেক হাসপাতালের পরিচালক ডা. এটিএম মোর্শেদ বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের সকল দাবি মেনে নিয়েছি। তাদেরকে কর্মবিরতিতে থাকতে বারবার নিষেধও করেছি। তারা যা করেছে তা দু:খজনক। আমাদের যতেষ্ট পরিমানে চিকিৎসক রয়েছেন। তারা কাজ না করেও কিছু আসে যায় না। কালকে যদি তারা কর্মে না ফেরে তবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, প্রয়োজনীয় পিপিই না থাকায় গতকাল রবিবার দুপুর আড়াইটা থেকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী দেখা বন্ধ করে এ কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।