খুমেকের ল্যাবে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে পুলিশ সদস্য-স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন খুলনার, বাগেরহাটের ছয়জন ও সাতক্ষীরার দুইজন রয়েছেন। আজ শুক্রবার রাতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, আজ শুক্রবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৮৮টি। এদের মধ্যে মোট ১২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার চারজন খুলনা জেলার, বাগেরহাটের ছয়জন ও সাতক্ষীরার দুইজন।
তিনি আরও জানান, খুলনায় শনাক্ত হওয়া চারজনের মধ্যে একজন খুলনা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলোজিস্ট, একজন পুলিশ সদস্য (৪১) যিনি ফুলতলা উপজেলার আটরা এলাকার বাসিন্দা, একজন ইস্টার্ন জুট মিলের কর্মকর্তা (৪২) ও একজন দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাসিন্দা (৫৫)।