খুমেকের পিসিআর ল্যাবের ক্লিনারসহ আরও ৩১ জনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবের একজন ক্লিনারসহ আরও ৩১ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ২৫ জন রয়েছেন। এছাড়া মাগুরার দুইজন, বাগেরহাটের তিনজন ও পিরোজপুরের একজন রয়েছেন। আজ মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, মঙ্গলবার খুমেকের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৪৭টি। এদের মধ্যে মোট ৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ২৫ জনই খুলনার। বাকিরা মাগুরা, বাগেরহাট ও পিরোজপুর জেলার।
তিনি আরও জানান, খুলনায় শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে রয়েছেন- সোনাডাঙ্গা থানাধীন সিদ্দিকীয়া মহল্লার সোনার বাংলা গলির ৫৭ বছরের এক ব্যক্তি, খালিশপুর হাউজিং স্টেটের ২৭ বছরের এক যুবক, আর আর এফ এর ৪৪ বছরের এক ব্যক্তি, ওজোপাডিকো’র ৫৭ বছরের এক ব্যক্তি, ১১/১ মিস্ত্রিপাড়া এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ, শেরে বাংলা রোডের ২৪ বছরের এক তরুণী, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারী, ১২ ফারাজীপাড়া লেনের ৬৫ বছরের এক বৃদ্ধা, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৫৪ বছরের এক ব্যক্তি, ১৫৬ সোনাডাঙ্গার ৬০ বছরের এক বৃদ্ধ, খানজাহান আলী থানাধীন ৫০ বছরের এক ব্যক্তি, রায়েরমহল হরিণডাঙ্গা এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ, সোলাইমান নগর লেনের ৪০ বছরের এক ব্যক্তি, রূপসা উপজেলার রাজাপুরের ৭০ বছরের এক বৃদ্ধা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৫ বছরের একজন, মিস্ত্রিপাড়া এলাকার ৪৪ বছরের এক ব্যক্তি, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৫৪ বছরের এক নারী, সোনাডাঙ্গা থানাধীন বয়রা শ্মশান ঘাট এলাকার ৩২ বছরের এক যুবক, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা এলাকার ৫৮ বছরের এক ব্যক্তি, শেখপাড়া আবুল সড়কের ২৯ বছরের যুবক, খুমেকের ফ্লু কর্নারে চিকিৎসাধীন বাগেরহাটের নাগেরবাজারের স্বামী-স্ত্রী, তাদের দুজনের বয়স ৫৮ বছর, নগরীর ৪০ বছরের একজন নারী, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ৫০ বছরের একজন ক্লিনার।
খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, খুলনা জেলায় এখন পর্যন্ত ২৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন, মারা গেছেন ৪ জন।