খুবি স্বাশিপের নবনির্বাচিত পরিষদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
গতকাল শুক্রবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর জাতির জনক ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালীউল হাসানাত, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস, সহ-সাধারণ ড. মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক তালুকদার রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক এস.এম. আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মোঃ শামীম আখতার, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক কারিমুল হক, সদস্য হাফিজ আহমেদ, জয়ন্তী রায়, মোঃ মারুফ বিল্লাহ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মিনহাজুল আবেদীন এবং নিশাত তারান্নুম। এছাড়াও স্বাশিপের সাধারণ সদস্যবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।