খুবি শিক্ষক সমিতির উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিন্ন নীতিমালা প্রণয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আহুত সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিনিধিত্ব না থাকায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
গতকাল সোমবার ২০১৯ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান বলেন, অভিন্ন নীতিমালা প্রণয়নের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে এই উদ্যোগের সাথে তথা সংশ্লিষ্ট কমিটিতে সঙ্গত কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের প্রতিনিধিত্ব থাকা বাঞ্ছনীয়। তা না হলে এই অভিন্ন নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং তার গ্রহণযোগ্যতার বিষয়ে সাধারণ শিক্ষকদের মধ্যে নানান প্রশ্নের উদ্রেক হবে। এ পরিপ্রেক্ষিতে উক্ত কমিটিতে শিক্ষক প্রতিনিধি অন্তর্ভূক্তির দাবি জানানো হয়েছে।