খুবি শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বায়েজিদ খান, আইন ডিসিপ্লিনের প্রভাষক পূণম চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তারা বলেন ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির চিরকালের প্রেরণার উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধুই সেই নেতা যিনি মত, পথ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এক করতে পেরেছিলেন, যা আর কেউ পারেননি। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের গেটিসবার্গ এড্রেসসহ বিশ্বে এ পর্যন্ত যতো রাজনৈতিক ভাষণ রয়েছে তার মধ্যে নানা বিশ্লেষণে বঙ্গবন্ধুর ভাষণই শ্রেষ্ঠ।