খুবি ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এমওইউ স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের অধিকতর স্বাস্থ্যসেবা সুবিধা প্রাপ্তির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই সমঝোতার প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী (বাবা-মা, স্ত্রী ও ছেলে-মেয়েসহ) ১৩টি বিষয়ে পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসাসেবা ক্ষেত্রে আগামী ৫ বছরের জন্য বিশেষ সুবিধা পাবেন।
সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ আবু আসফার। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোস্তফা কামাল, পরিচালক (হাসপাতাল) ডাঃ এম. এ. আলী, ম্যানেজার (এডমিন এইচ আর) মোঃ হামিদুল ইসলাম খান।