খুবি উপাচার্যের বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর উপাচার্য বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় সফররত খুবি কর্মচারীদের এক অনুষ্ঠানে যোগ দেন। তিনি অনুষ্ঠানের বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন এবং শিশু প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, খুবি অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান, অনুষ্ঠানের আহŸায়ক এ এস এম শাহরিয়ার সুমন, সদস্য সচিব অমিতাভ ঘোষসহ পাঁচ শতাধিক কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রচার কমিটির আহŸায়ক শেখ ইমরান ইমন।